পচেফস্ট্রুম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৩৬৯ রানে। ফল অন এড়াতে এখনো প্রয়োজন ১৭০ রান। টেস্টটা বাঁচাতে পারবে বাংলাদেশ? দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমেদ জানালেন, কোনো নেতিবাচক ভাবনা তাঁরা ভাবছেন না। জয় যদি সম্ভব না হয়, তাসকিনের আশা অন্তত ড্র করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যেখানে অনায়াসে ব্যাটিং করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের সেখানে থরহরি কম্প দশা ! ১৬ রানে প্রথম উইকেট, ৩৬ রানে দ্বিতীয়, মুশফিকের সহজ ক্যাচটা এলগার স্লিপে নিতে পারলে বাংলাদেশের স্কোর হয়ে যেত ৩ উইকেটে ৫১! এই যখন ব্যাটিংয়ের চিত্র, এই টেস্টের ভবিষ্যৎ নিয়ে কী আশা করা যায়? বাংলাদেশ দলের তরুণ এ পেসার তাসকিন ভীষণ ইতিবাচক, হারার চিন্তা তো করছিই না। যদি জেতা সম্ভব না হয় আমরা ড্র করব ইনশা আল্লাহ। শেষ পর্যন্ত দিনটা ৩ উইকেটে ১২৭ রান তুলে শেষ করলেও ফলো অনের শঙ্কাটা থেকেই গেছে। তাসকিন অবশ্য জানালেন, ফলো অনের চিন্তা তাঁরা করছেনই না, সত্যি বলতে কী আমরা যতক্ষণ ব্যাটিং করেছি, আমি ড্রেসিংরুমে একবারও শুনিনি বা ভাবিনি ফল অনের কথা। আমরা চেষ্টা করছি লম্বা ইনিংস খেলার বা যত বেশি রান করা যায়। লিড নেওয়ার চেষ্টা থাকবে। সেটি না হলে অন্তত কাছাকাছি যাতে রান করা যায়। এতে বোলারদের সুবিধা হবে দ্বিতীয় ইনিংস বোলিং করতে। বা ওদের আটকানো সহজ হবে। এআর/১৬:০২/৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yyOQrS
September 30, 2017 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top