অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসের যাত্রীরা

ধূপগুড়ি, ৩০ সেপ্টেম্বরঃ দশমীর ভোরে অল্পের জন্যে রক্ষা পেল শিলিগুড়িগামী অসমের স্টেট বাসের যাত্রীরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ঝুমুর এলাকায়। জানা গিয়েছে, এদিন ভোরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস ধূপগুড়ি থেকে মালদার উদ্দেশ্যে রওনা হয়। ঝুমুর এলাকায় পৌঁছনোর পরই পেছন থেকে একটি অসমের স্টেট বাস সজোড়ে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুটি গাড়িরই কমবেশী ক্ষতি হয়েছে। অসমের বাসটির সামনের দিকে ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, অসমের বাসটির ব্রেক লক হয়ে যাওয়ায় ব্রেক কষেও বাসটিকে দাঁড় করাতে পারেননি চালক। এর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের। এদিকে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুটি বাসই আটক করেছে। যাত্রীদের অন্য বাসে করে ছেড়ে দেওয়া হয়েছে।

একইভাবে পুলিশের অনুমান, অসমের বাসটি গতি বেশি থাকলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত।

ছবি ও সংবাদদাতাঃ শুভাশিষ বসাক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xN9SVP

September 30, 2017 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top