দিনের শুরুটা দারুণভাবেই করেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। দারুণ স্কোয়ার কাট করে চার মারলেন কাগিসো রাবাদাকে। তার ব্যাটে বেশ আত্মবিশ্বাসের ছাপই ছিল। কিন্তু সেট হওয়ার পর শেষ পর্যন্ত তিনিও হাটলেন সাজঘরে। ফলে বড় চাপেই পড়ে গেলো বাংলাদেশ। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ১৩৩ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান। ৪৪ রান নিয়ে উইকেটে আছেন মুমিনুল হক। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটে আছেন ১ রান নিয়ে। তবে শনিবার শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেটে ১২৭ রান নিয়ে ব্যাটিং করতে নামে টাইগাররা। দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ও মুমিনুল শুরুটা দেখে শুনেই করেছিলেন। কাগিসো রাবাদার করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দারুণ চার মেরে তৃতীয় দিনে রানের সূচনা করেন তামিম। এরপর অবশ্য তার বিপক্ষে একবার রিভিও নিয়েছিলেন ফাফ দু প্লেসি। সে যাত্রা বেঁচে গেলেও শেষ রক্ষা হলো না তার। ইনিংস লম্বা করতে পারলেন না এ ড্যাশিং ওপেনার। এর আগে শুক্রবার ৩ উইকেটে ৪৯৬ রানে হঠাৎ করেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তবে এমন হুট করে ইনিংস ঘোষণায় দারুণ কৌশল খাটিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি। কারণ ইনিংস ঘোষণার সময় মাঠে ছিলেন না বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ফলে টাইগারদের ইনিংসের গোড়াপত্তন করতে পারেননি তিনি। তার পরিবর্তে ওপেন করেন টানা ১৪৬ ওভার কিপিং করে ক্লান্ত লিটন কুমার দাস। আর ফলাফলটাও হয় ভয়ংকর। মাত্র ৩৬ রানেই বিদায় নেন দুই ওপেনার। এরপর টাইগার অধিনায়ক মুশফিকুর রহীমকে তুলে নেয় তারা। আরএস/০২:১৫/৩০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hCGY5i
September 30, 2017 at 09:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন