রোগীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

মালবাজার, ৩০ সেপ্টেম্বরঃ প্রথমে রোগীর শয্য থেকে রোগী উধাও। দুদিন পরে উদ্ধার মৃতদেহ। এমনই ঘটনা ঘটল মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার এক রোগীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম আলিমান আনসারী (৬২)। বাড়ি ডামডিমের তাজিয়া মোড়ে। জ্বর নিয়ে কয়েক দিন আগেই হাসপাতাল এ ভরতি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাসপাতাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ থানাতে বিষয়টি জানিয়েছিল। পরিবারের লোকজন খোঁজ শুরু করলেও খোঁজ মেলেনি তাঁর।

শনিবার ভোরে হাসপাতালের নির্মীয়মান ব্লাড ব্যাংকের একটি ঘর থেকে আলিমানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ডান হাতের হাতের একটা অংশ কাটা ছিল। পুলিশের অনুমান, সম্ভবত কাচের দরজায় আঘাত পেয়েই মৃত্যু ঘটেছে। মৃতের পরিজনেরা এই ঘটনার তন্দন্তের দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখায়। এরপরই থানায় লিখিত অভিযোগ জমা দেন মৃতের পরিবার।  জলপাইগুরির জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার বলেন আমরা তদন্ত কমিটি গঠন করেছি। মাল থানার ওসি সনাতন সিংহ বলেন ঘটনার তদন্ত চলছে।

ছবি ও সংবাদদাতাঃ বিদেশ বসু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yfoRJS

September 30, 2017 at 03:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top