হায় রে... কাকে দেখে শিখবো আমরা! কি ই বা শিখবো আর। বড়রা কি শিখাচ্ছেন এসব আমাদের! যাদের কাছে ফেসবুক এখন ঝগড়া করার উঠন। বাহ! কই কাজ করি আর কাদের সাথে কাজ করি! প্রফেশনাল খাতিরে পদবীটা একই হিরোইন। Plz stop bringing your personal problems to the public. কারণ, লোকে স্বজাতি ভাবে আমাদের। এখানে কেউ ভালো করলে তার ভালোর ক্রেডিটের ভাগটাও যেমন সবাই পাই, তেমনি কারো মন্দ কাজের দ্বায়ভারও লোকে কাঁধে তুলে দেয় আমাদের। আর কবে বুঝবেন সেটা আপনারা? আপনারা উচ্চ শিক্ষিত ভালো কথা। একটু উচ্চ মানসিকতারও হন এবার। কোটি হৃদয়ের ভালোবাসা আর সম্মানের জায়গায় বসবাস আপনাদের এসব বড্ড বেমানান। আরএস/১০:১৪/১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eWQ1t6
September 14, 2017 at 11:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top