ময়নাগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী একটি বাস। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা রোড এলাকায় রেলের লেভেল ক্রসিংয়ের সময় একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী একটি সরকারি বাস।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দিনহাটা থেকে ডিএমইউ লোকাল ট্রেন নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেসময় ময়নাগুড়ি রোড এলাকার লেভেল ক্রসিংয়ে গেট আটকে দেওয়া হচ্ছিল। কিন্তু ধীর গতিতে গেটটি আটকানোর সময় জলপাইগুড়ি গামী যাত্রী বাহী ওই সরকারি বাসটি প্রথম গেটটি পার করে রেল লাইনের ওপর উঠে পড়ে। ততক্ষণে দ্বিতীয় গেটটি বন্ধ হয়ে যায়। ফলে বাসটি রেল লাইনেই আটকে পড়ে।
সেসময় এনজেপি গামী ওই ট্রেনটি বাসটি থেকে ৫০০ মিটার দূরে ছিল। বাসটিকে রেল লাইনে আটকে থাকতে দেখে ট্রেনটির চালক কোনক্রমে ব্রেক টেনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী বলেন, বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে চালক দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কোনোমতেই মেনে নেওয়া যায় না। এর ফলে যাত্রীদের প্রানহানিও হতে পারত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2h46TPf
September 14, 2017 at 05:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন