নোবেল বিজয়াদের জন্য নগদ পুরস্কারের পরিমাণ বাড়ালো কমিটি

স্টকহোম, ২৬ সেপ্টেম্বরঃ ২০১৭ সালের নোবেল পুরস্কার অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগেই নগদ পুরস্কার ১২.৫ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল নোবেল ফাউন্ডেশন।

নোবেল ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, ২০১৭ সালের প্রতিটি বিভাগে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ হবে ১১ লক্ষ মার্কিন ডলার। ২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে আনা হয়েছিল।

ডায়নামাইটের আবিস্কারক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া তহবিল থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের অর্থ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২ অক্টোবর চিকিত্‍সা শাস্ত্রের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হওয়ার কথা। এর পর দুদিনে যথাক্রমে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের জন্য নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আগামী ৬ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। তবে নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yqEoTh

September 26, 2017 at 05:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top