বরুড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীর ধর্ষণকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন

বিএম মহসিন ● বরুড়া উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের বাশঁপুর গ্রামে বাশঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রীর ধর্ষণকারীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার সকাল ১২টায় মানববন্ধন করেছে বাশঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। এসময় মানববন্ধনে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ ফকির উদ্দিন মিয়া, স্থানীয় ব্যবসায়ী মোঃ লোকমান হোসেন, মোঃ শাহাদাৎ মজুমদার, মোঃ শাহাদাৎ মিয়া, মোঃ মাহবুব আলম প্রমুখ।

এছাড়া বাশঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ ক্ষুদে শিক্ষাথীরা অংশ নেয় এ মানববন্ধনে।

এসময় বক্তারা, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনতিবিলম্বে  ৫ম শ্রেনীর ছাত্রীর ধর্ষনকারীদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করে চূরান্ত শাস্তি দেয়া হোক। তারা বাশঁপুরের ইভটিজিংকারী, ধর্ষনকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বলেন দিবালোকে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষনকারী কালামকে অচিরেই গ্রেপ্তার করা হোক বলে জোর দাবী জানান।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক সকাল সাড়ে ৯ ঘটিকার সময় স্কুলের যাওয়ার পথে মেয়েটিকে জোর করে রাস্তার পাশে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষন করে বাশঁপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আবুল কালাম। বর্তমানে মেয়েটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামের লোকেরা আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করলে কালাম ও তার ভাই জলিল, জয়নাল মিলে মেয়ের বাবাকে এলোপাথারী মারধর করে তার ডান হাত ভেঙ্গে ফেলে।

এবিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ  আজম উদ্দিন মাহমুদ জানান, আমি ঘটনা শোনার পর তাৎক্ষনিক ভাবে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মেয়েটিকে দেখে বরুড়া থানায় মামলা গ্রহণ করেন। বরুড়া থানার মামলা নাম্বার ২৩। অভিযুক্তকারীকে গ্রেপ্তারের জোর অভিযান চলছে।

The post বরুড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীর ধর্ষণকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2ypNVJW

September 26, 2017 at 07:07PM
26 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top