বেজিং, ২৬ সেপ্টেম্বরঃ হোয়াটসঅ্যাপের ওপরে সম্ভবত নিষেধাজ্ঞা জারি করল চিন। ফেসবুক এবং টুইটার আগেই বন্ধ ছিল। মাস কয়েক আগে বন্ধ হয়েছে ইনস্টাগ্রামও। মনে করা হচ্ছে, পরের মাসে চিনা কমিউনিস্ট পার্টির মহা সম্মেলনের আগে নজরদারি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি নিয়মেই চিনে গুগল নিষিদ্ধ। বন্ধ গুগলের ম্যাপস, জিমেল, ইউটিউবও। বাইরের জগতের সঙ্গে যোগাযোগের যে শেষ পথটি খোলা ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবার তাও বন্ধ করল চিন। মনে করা হচ্ছে হোয়াটঅ্যাপের বাজার দখলে উইচ্যাটকে চাইছে চিনা সরকার। একটি সংবাদ সূত্রের খবর অনুযায়ী, উইচ্যাটের প্রায় ৯০ শতাংশ গ্রাহক চিনের। সম্ভবত তারা সরকারের কাছে ব্যবহারকারীর যাবতীয় তথ্য দেয়। এমনকী তাঁর নির্দিষ্ট অবস্থান পর্যন্ত। যে সুযোগ দিত না হোয়াটসঅ্যাপ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xx5ecR
September 26, 2017 at 06:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন