মুম্বাই, ১৩ সেপ্টেম্বর- বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ভিন্ন দুই জগতের তারকা। তবে প্রেম তাদের এক করে দিয়েছে। রোমান্টিক কাপল হিসেবে এই তারকা জুটির জনপ্রিয়তা আকাশচুম্বি। তাই তাদের চাহিদাও রয়েছে শোবিজে। এর আগে কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো তাদের। সেগুলো ছিলো সুপারহিট। আবারও তারা জুটি হয়ে হাজির হচ্ছেন নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে। তার শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। নাম অপ্রকাশিত পণ্যের বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন বিরাট-আনুশকা। তাই ভক্তরা তাদের এখন ডাকা শুরু করেছে বিরুস্কা নামে। শুটিং স্পটে আনুশকা-কোহলির কিছু ছবি ভাইরাল হয়েছে। আর তার মধ্য একটি ছবি ছিলো যে ছবিটিতে দেখা যাচ্ছে আনুশকা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও বিরাট তাকিয়ে ছিলেন আনুশকার দিকে। ভারতীয় ঐতিহ্যবাহি পোশাক লেহেঙ্গা আর শেরওয়ানি পরিহিত অবস্থায় শুট করা হয় বিজ্ঞাপনটির। শুটিং স্পটের ছবি দেখে ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছেন মূল বিজ্ঞাপনটির জন্য। আর/১৭:১৪/১৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2y55XSF
September 14, 2017 at 12:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top