কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বর্নাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ সরকারিকরণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বর্নাঢ্য র‌্যালি বের করে। নগরীর শাকতলাস্থ ওই কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হকের নেতৃত্বে র‌্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢোল-তবলা বাজিয়ে ও বেলুন উড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করে। এছাড়া কলেজ ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। এতে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এসময় আনন্দ-উৎসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক।

প্রসঙ্গত: শিক্ষামন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কুমিল্লা শিক্ষাবোর্ডের অর্থায়নে পরিচালিত কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ ২০০৮ সালে যাত্রা শুরু করে। ২০১০ সালে প্রথম পাবলিক পরীক্ষায় এইচএসসিতে শতভাগ পাস দিয়ে কুমিল্লা বোর্ডে তারকাচিহ্নিত প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয় কলেজটি। এরপর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভাল ফলাফল করে কলেজটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নগর ছাড়াও জেলাজুড়ে নজর কেড়ে নেয়। এতে মানসম্মত এ প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নগরের বিশিষ্টজনেরা দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৯ শতাধিক শিক্ষার্থী রয়েছে। গত ১৮ সেপ্টেস্বর কলেজটি সরকারিকরণ করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক জানান, প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় কলেজটি বেশ সুনাম অর্জন করে আসছে। সরকারিকরণের ফলে শিক্ষার্থী-শিক্ষক সকলে সুফল পাবে। কলেজটি সরকারি করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া কলেজ গভর্নিংবডির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেকসহ সংশি¬ষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।

The post কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বর্নাঢ্য র‌্যালি appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xvJVde

September 23, 2017 at 06:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top