নিজস্ব প্রতিবেদক ● মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে শিশু, কিশোর ও যুবসমাজকে দূরে রাখতে কুমিল্লা সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২নং দূর্গাপুর (উত্তর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৩৫টি ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ২নং দূর্গাপুর (উত্তর) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবক ও স্কুল শিক্ষার্থীদের মাঝে এই ফুটবল বিতরণ করা হয়।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল। বক্তব্যে তিনি বলেন, সৃজনশীলতা বিকাশে এবং দেহ ও মন মানষিকতা সুস্থ রাখতে ফুটবল খেলার বিকল্প নেই।এছাড়া যুবক-যুবতীদের মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও জঙ্গীবাদ থেকে মুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা তথা ফুটবল টুর্নামেন্টেরও বিকল্প নেই। প্রতিটি এলাকায় খেলাধুলায় যুবকদের মাতিয়ে রাখতে এবং মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল, ২নং দূর্গাপুর (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সদর উপজেলার আওয়ামী লীগ নেতা আহাম্মেদ নিয়াজ পাভেলসহ ২নং দূর্গাপুর (উত্তর) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন।
The post সুস্থ দেহ সুস্থ মন ও সৃজনশীলতা বিকাশে ক্রীড়ার বিকল্প নেই —এড.টুটুল appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2wNABOm
September 23, 2017 at 06:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন