পঞ্জাবে খুন সাংবাদিক ও তাঁর মা

চণ্ডীগড়, ২৩ সেপ্টেম্বরঃ সাংবাদিক খুনে চাঞ্চল্য ছড়াল পঞ্জাবের মোহালিতে। নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রবীণ সাংবাদিক কে জে সিং (৬০) ও তাঁর ৯২ বছরের মায়ের দেহ। ইংরেজি সংবাদপত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাক্তন নিউজ এডিটর ছিলেন কে জে সিং।

কে জে সিং ও তাঁর মা গুরচরণ কাউরকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। মোহালির ডিএসপি আলম বিজয় সিং জানান, দু’জনের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার নিন্দা করেছেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও শিরমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্তে এসআইটি গঠন করা হয়েছে।

সুখবীর সিং বাদল টুইট করে বলেন, ‘সিনিয়র সাংবাদিক কে জে সিং ও তাঁর মায়ের হত্যার নিন্দা করছি। পুলিশের কাছে আবেদন, অবিলম্বে অপরাধীদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fHVNjg

September 23, 2017 at 06:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top