নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর আখালিয়া থেকে কুখ্যাত ছিনতাইকারী বাবুল ও শরীফকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। গতকাল শুক্রবার (২২শে সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ থানা পুলিশের একটি দল আখালিয়া নতুন বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে।
শনিবার (২৩শে সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানাসহ সিলেট মহানগরীর বিভিন্ন থানায় চুরি,ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি শফিক আহমদ।
পুলিশ জানায়- গ্রেফতারকৃত ছিনতাইকারী কালা বাবলু আখালিয়া ধানুহাটার পাড় এলাকার সিকন্দের ছেলে। এলাকায় তাকে কালা বাবলু বা চাপাতি বাবলু নামেও ডাকা হয়।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিক আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বাবলুর বিরুদ্ধে মাদক জুয়া ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত একজন ছিনতাইকারি। তিনি আরও জানান- গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hqzu1l
September 23, 2017 at 11:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.