কলকাতা, ২৩ সেপ্টেম্বর- রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার পরিবর্তে যজুবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদব দলে ফিরেছেন ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কুলদীপের হ্যাটট্রিক এবং চাহালের ভাল বোলিং দেখার পরই প্রশ্ন উঠেছে অশ্বিনজাদেজা জুটির ফিরে আসাটা কঠিন হয়ে গেল কিনা তাই নিয়ে। তবে এই প্রশ্নটা হরভজন সিংকে করতে সাফ জানিয়ে দিলেন, দলে ফিরে আসাটা সব সময় কঠিন কাজ। দলের দুই স্পিনার যখন ছন্দে থাকে, তখন সিনিয়র স্পিনারদের পক্ষে ফিরে আসাটা কঠিন হয়ে যায়। জাড্ডু ও অশ্বিনের কাজটা সত্যিই কঠিন হয়ে গেছে। একদিনের দলে ফিরে আসাটা ওদের দুজনের কাছেই এখন চ্যালেঞ্জ। কুলদীপ আর চাহাল এই মুহূর্তে দুর্দান্ত বল করছে। মনে হয় না, ওদের দুজনকে সরিয়ে অশ্বিন আর জাদেজার ফিরে আসাটা সহজ হবে। উত্তরটা লুকিয়ে ভবিষ্যতে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে কি ২০১৯ বিশ্বকাপে এই দুই স্পিনারকেই দলে নেওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে হরভজন বলেন, বিশ্বকাপ এখনও অনেক দূরে। ওরা দুজনে এখন ভাল বল করছে। আমি ওদের দুজনের বোলিং উপভোগও করছি। এখন ধৈর্য ধরার সময়। দেখা যাক, কুলদীপ আর চাহাল নিজেদের কীভাবে মেলে ধরতে পারে। দুজনের জন্যই শুভেচ্ছা রইল। আর/১০:১৪/২৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xYyqws
September 24, 2017 at 05:14AM
23 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top