কলকাতা, ১৫ সেপ্টেম্বর- মিডিয়ায় দলের নেতাদের বিরুদ্ধে কথা বলায় রাজ্যসভার সংসদ সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে সিপিএম। শুক্রবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে একটি বিবৃতি জারি করা হয়েছে। এর আগে ব্যক্তিগত জীবন ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে ঋতব্রতর বিরুদ্ধে। গঠন করা হয় তদন্ত কমিশন। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগেই দলের রাজ্য সম্পাদকমণ্ডলী তাকে দল থেকে বহিষ্কার করার জন্য সুপারিশ করেছিল। যেহেতু তিনি সংসদ সদস্য তাই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন দরকার ছিল। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দলীয় কর্মসূচিতে দুই দিন দিল্লির বাইরে ছিলেন। ফিরে এসে শুক্রবার তিনি পলিটব্যুরোর তরফে ঋতব্রতকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদনের কথা আলিমুদ্দিনকে জানিয়ে দেন। তার পরেই আলিমুদ্দিনের তরফে বিবৃতি জারি করে সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হ। বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগে তরুণ সংসদ সদস্যকে প্রথমে ভর্ত্সনা এবং তার পরে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। বিভিন্ন গুরুতরঅভিযোগ মেলায় কমিশন গঠন করা হয়েছিল তার বিরুদ্ধে। কমিশনের কাছে আত্মপক্ষ সমর্থন এবং দলের তরফে সংশোধনের সুযোগও দেওয়া হয়েছিল বলে সিপিএমের দাবি। কিন্তু কয়েক দিন আগে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শীর্ষ নেতৃত্বের একাংশকে আক্রমণ করে ঋতব্রত দলকেই প্রকাশ্যে হেয় করেছেন। এই কারণেই তাকে বহিষ্কার করা হল বলে বিবৃতিতে জানানো হয়েছে। আর/১০:১৪/১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x7Kr0V
September 16, 2017 at 04:55AM
15 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top