ঢাকা, ১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজিত বহুল আলোচিত ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব চলচ্চিত্রটি থেকে কয়েকটি দৃশ্য বাদ দিতে হয়েছে। এরপর পরই নাকি কয়েক মাস আটকে থাকার পর চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। কিন্তু কোন কোন সংলাপ আর দৃশ্য কর্তন করা হয়েছে তা এতোদিন সাধারণ মানুষদের ছিল জানার বাইরে। আজ ১৪ সেপ্টেম্বর বিকালের দিকে কে বা কারা চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রযোজক ও পরিচালকের বরাবর পাঠানো ডুব চলচ্চিত্রের দৃশ্য কর্তনের চিঠি ফেসবুকে প্রকাশ করে দেয়। এরপরই বিষয়টি আলোচনায় আসে। এদিকে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি জানান, ছবিটি দেখার পর আমরা আমাদের পর্যবেক্ষণ জানিয়েছি। এরপর সেসব দৃশ্য কেটে পুনরায় সিনেমাটি জমা দেওয়া হয়। আর ফেসবুকে ভাইরাল হওয়া চলচ্চিত্র সেন্সর বোর্ডের চিঠির কথা ও তাতে যা লেখা আছে, তা ঠিক আছে বলে জানান তিনি। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে পাঠানো চিঠিতে দৃশ্য কেটে ফেলার বিবরণে লেখা হয়েছে, সাবেরী কর্তৃক নিতুর সঙ্গে জুতা পাল্টানোর দৃশ্য ও সংশ্লিষ্ট সংলাপ কর্তন করা হয়েছে। ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ফেলে দেওয়া দ্বিতীয় দৃশ্যের বিবরণে লেখা হয়েছে, জাবেদ হাসানের সংলাপ এই গাড়ি, গাজীপুর চলো...। ২৪ সেকেন্ড দৈর্ঘ্যের আরেকটি দৃশ্যের কর্তনের বিবরণে লেখা আছে, জাবেদ হাসানের মরদেহের পাশে নিতুর সঙ্গে তার শিশুসন্তানের দৃশ্য কর্তন করা হয়েছে। ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের দৃশ্যের কর্তনের বিবরণে লেখা হয়েছে, জাবেদ হাসানের কন্যা সাবেরীর সঙ্গে তার চাচার কথোপকথন অংশে, এখন নিতু তো বলছে নয়নতারায় কবর দিতে... শীর্ষক চাচার সংলাপসহ কবরের স্থান নির্ধারণ বিষয়ে সংশ্লিষ্ট দৃশ্য ও সংলাপ কর্তন করা হয়েছে। আর ৫ নম্বর কারণে উল্লেখ করা হয়েছে, জাবেদ হাসানের মৃত্যুর পর অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে যাওয়ার একটি দৃশ্যের পর অবশিষ্ট দৃশ্য ও সংলাপ কর্তন করা হয়েছে। সব মিলিয়ে ডুব সিনেমা থেকে বাদ দেওয়া দৃশ্যের দৈর্ঘ্য ২ মিনিট ২৫ সেকেন্ড। এ বিষয়ে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বলেন,প্রথম আমি এ বিষয়ে কথা বলতে চাই না। এরপর ৭টা ২০ এর দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ডুবের ট্রেলারটা তাহলে দ্রুতই ছাড়া যাক। নাকি? একটু ঘ্রাণ পাওয়া যাক কি আছে আর কি নাই। এদিকে সম্প্রতি হলিউড রিপোর্টারের রিভিউতে বলা হয়েছে, চলচ্চিত্রের গল্প শুরু হয় একটি বিয়ের দৃশ্যের মাধ্যমে। যেখানে একজন খ্যাতিমান নির্মাতা তাঁর সম্ভ্রান্ত স্ত্রীর সঙ্গে বহু বছরের সংসার ভেঙে দিয়ে বিয়ে করেন কৈশোরে পা দেওয়া মেয়ের সহপাঠীকে। না, ছবিতে কোনো হত্যার রহস্য বিশদভাবে উন্মোচন করা হয়নি; বরং একজন নির্মাতার অহংকার ও অভিমানের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। বলা হয়েছে, ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে তৈরি হয় পারিবারিক বিশৃঙ্খলার গল্প। বলা হয়েছে, কষ্ট ও দুঃখে নিমজ্জিত হওয়া পরিবারের প্রত্যেক সদস্যের কথা। হলিউড রিপোর্টারে আরও বলা হয়েছে, ইরফান খানের অভিনয়ের দক্ষতার জন্য ডুব সিনেমাটি দর্শককে আকৃষ্ট করবে। বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এ সিনেমায় অত্যন্ত যত্নের সঙ্গে সূক্ষ্ম কিছু বিষয় তুলে ধরেছেন দর্শকের সামনে, যা এই ছবিকে করে তুলেছে প্রাণবন্ত ও বাস্তবধর্মী। তিশার অভিনয়েরও বেশ প্রশংসা করা হয়েছে। আর ২৭ অক্টোবর বাংলাদেশসহ ভারতও বিশ্বের আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তি পাবে। তার আগে ২৫ অক্টোবর ঢাকায় আসবেন ছবির অন্যতম অভিনয়শিল্পী বলিউডের জনপ্রিয় তারকা ইরফান খান। অংশ নেবেন ছবির প্রচারণায়। থাকবেন ডুব ছবির উদ্বোধনী প্রদর্শনীতে। ডুব এ অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান, বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী ও ভারতের পার্নো মিত্র। গত বছর ছবির শুটিং শেষে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বেরিয়েছিল, ছবিটি এ দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদর জীবনীনির্ভর। এই আশঙ্কা থেকে গত ১৩ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে একটি চিঠি দিয়েছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তাতে তিনি শঙ্কা প্রকাশ করেন যে, ডুব ছবিটি তার প্রয়াত স্বামী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনীনির্ভর কিনা, তা বিবেচনায় রাখার জন্য। কারণ, গত বছর ভারত ও বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমকে এ ছবিরই কয়েকজন শিল্পী এমন তথ্য দিয়েছিলেন। এরপর তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ, ছবির সহপ্রযোজক ইরফান খান। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত বহুল আলোচিত সিনেমা ডুব রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমেট সান জুরি প্রাইজ পেয়েছে। গত বছরের ১৭ মার্চ ডুব ছবির শুটিংয়ে অংশ নিতে অভিনয়শিল্পী ইরফান খান ঢাকায় আসেন। ছবির ইংরেজি নাম নো বেড অব রোজেস। আর/১০:১৪/১৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h86xHB
September 16, 2017 at 04:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন