নিজস্ব প্রতিবেদক : সিলেটের শহরতলীর টুকের বাজার তেমুখি পয়েন্টে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার বিকেল ৬টার দিকে তেমুখি পয়েন্ট এলাকায় টুকেরবাজার ইউনিয়নের কুমারগাঁও ও খালিগাঁও গ্রামের বাসীন্দাদের মদ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কুমারগাঁও এলাকার লোকমান আহমদ (১৮), রোমনসহ আর প্রায় ২০ জন। তাদের উদ্ধার করে স্থানীয়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
তেমুখি পয়েন্ট এলাকায় দুই গ্রামবাসির সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ সড়কে ইট পড়ে রয়েছে
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কয়দিন পূর্বে খালিগাঁও গ্রামের শুকুর উল্লাহ ছেলে লোকমানের সাথে কুমারগাঁও গ্রামের কয়েকজন যুবকের সাথে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে কথাকটাকাটি হয়। সোমবার বিকেলে লোকমানকে একা পেয়ে তেমুখি পয়েন্ট এলাকায় কুমারগাঁও গ্রামের ইমারন, বাদশাহ ও এনাম নামের কয়েকজন যুবক পূর্বের ঘটনার সূত্র ধরে মোটরসাইকেল আটকিয়ে মারধর করে।
পরবর্তীতে লোকমান নিজের গ্রামের লোকজনদের ঘটনা খুলে বললে খালিগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তেমুখি পয়েন্ট এলাকায় অবস্থান নেন। এসময় কুমারগাঁও এলাকার লোকজনও একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তেমুখি এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। উভয় পক্ষের মুরব্বি এবং পুলিশের হস্তক্ষেপে পরস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gIY5Sp
September 06, 2017 at 12:11AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন