লন্ডন, ০৯ সেপ্টেম্বর- টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। আজ শুক্রবার লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ক্রেইগ বার্থওয়েটের উইকেট শিকার করেন অ্যান্ডারসন। এর মধ্য দিয়ে প্রথম কোনো ইংলিশ বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। তার আগে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাগ্রা ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ টেস্টে ৫০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছিলেন। এ ছাড়া ভারতের অনিল কুম্বলে ৬ শতাধিক, শেন ওয়ার্ন ৭ শতাধিক ও মুত্তিয়া মুরালিধরন ৮০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাঁচ শতাধিক উইকেট শিকারিদের তালিকা : নাম উইকেট মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ৮০০ শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ৭০৮ অনিল কুম্বলে (ভারত) ৬১৯ গ্লেন ম্যাগ্রা (অস্ট্রেলিয়া) ৫৬৩ কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) ৫১৯ জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ৫০০। ২০০৩ সালের ২২ মে জিম্বাবুয়ের বিপক্ষে এই লর্ডসেই টেস্টে অভিষেক হয়েছিল জেমস অ্যান্ডারসনের। ১৫ বছরের মাথায় ১২৯তম টেস্টে এসে ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তিনি। জিমি টেস্ট ক্যারিয়ারে ১০ উইকেট নিয়েছেন ৩ বার। ৫ উইকেট নিয়েছেন ২৩ বার। আর ৪ উইকেট নিয়েছেন ২৪ বার। আর/১২:১৪/০৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wewVFi
September 09, 2017 at 06:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top