ঢাকা, ০৯ সেপ্টেম্বর- মুস্তাফিজ-ওয়ার্নারের বন্ধুত্বটা দারুণ। কোনো উপলক্ষ বা বিশেষ দিনে দুজন দুজনকে শুভেচ্ছা বিনিময় করতে ভোলেন না। ২০১৬ সালের আইপিএল থেকেই বন্ধুত্বটা শুরু হয়। দুজনের বন্ধুত্বের জোরেই কিন্তু সেবার শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এরপর থেকে সবসময়ই দুজন দুজনের খোঁজ খবর রাখেন। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সিরিজে ওয়ার্নার বা মুস্তাফিজ কেউই হারেননি। সিরিজ শেষ, ওয়ানডে খেলতে ভারতে উড়াল দেবে অস্ট্রেলিয়া। বিদায় বেলায় বন্ধুকে অভিবাদন জানাতে ভুললেন না মুস্তাফিজ। ভেরিফাইড ফেসবুকে মুস্তাফিজ লিখেছেন, আমার সুন্দর বাংলাদেশে আসায় বন্ধু তোমায় ধন্যবাদ। ভালোবাসা ও সম্মান রইল। এবারের বাংলাদেশ সফরটা দারুণ কেটেছে ওয়ার্নারের। দুটি সেঞ্চুরিসহ ২৫১ রান করেছেন তিনি। তাঁর প্রতিরোধের কারণেই মূলত হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। সিরিজটা মুস্তাফিজুরেরও ভালো কেটেছে। বিশেষ করে দ্বিতীয় টেস্টে দারুণ বল করেছেন কাটার মাস্টার। দু্ই ইনিংসেই ওয়ার্নারকে ফিরিয়ে দিয়েছেন তিনি। নিজের বলে ওয়ার্নার আউট হওয়ায় অসিসহ অধিনায়ককে খানিকটা খোঁচাও মেরেছেন মুস্তাফিজ। টুইটারে মুস্তাফিজ বলেন, ডেভিড ওয়ার্না্র সিরিজ সেরা হওয়ায় তাঁকে অভিনন্দন। সিরিজজুড়ে তুমি অসাধারণ ব্যাটিং করেছ। তবে আমার বলে আউট হওয়ায় তোমাকে ধন্যবাদ। বাংলাদেশ সিরিজের পর ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ১৭ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে দুদলের প্রথম একদিনের ম্যাচ। ১ অক্টোব নাগপুর ম্যাচ দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে। ৭ অক্টোবর রাঁচীতে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আর ১৩ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। আর/১২:১৪/০৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xjezYK
September 09, 2017 at 06:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন