নিজস্ব প্রতিবেদক ● রান্না ঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের কারণে ‘কুমিল্লা হাউজে’র’ ছাদের একাংশ ও দেয়াল ধসে পড়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক।
তিনি জানান, অধিকতর তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গণমাধ্যমকে পুলিশ সুপার জানান, ওই বাড়িতে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে স্প্রিন্টার, বারুদ কিংবা বোমা তৈরির কোনও সরঞ্জামের অস্তিত্ব পায়নি।
এদিকে ‘কুমিল্লা হাউজের’ মালিক আবুল খায়েরের ছেলে ইব্রাহিমের ল্যাপটপ জব্দ করেছে পুলিশ। বাড়ির মালিক, মালিকের স্ত্রী, কেয়ারটেকার ও কেয়ারটেকারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় বিস্ফোরণ ঘটলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের বরাব এলাকায় অবস্থিত ওই বাড়ির দু’জন আহত হন। বিস্ফোরণে ভবনটির ছাদের একাংশ ও দেয়াল ধসে পড়েছে। এরপর থেকেই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।
The post ‘কুমিল্লা হাউজে’ বিস্ফোরণ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2eoaff9
September 01, 2017 at 02:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন