নয়াদিল্লি, ১ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে পদত্যাগ করলেন কমপক্ষে ৫ মন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রীসভায় নতুন মুখ আনতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্যই এই রদবদল।
গতকালই পদত্যাগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীসভার একাধিক মন্ত্রী। রাজীব প্রতাপ রুডি, সঞ্জীব বালিয়ান, ফগন সিংহ কুলাস্তে, মহেন্দ্র পাণ্ডে, উমা ভারতী তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। মন্ত্রীসভায় নতুন দায়িত্বে কারা আসতে চলেছে, শীঘ্রই সেই সংক্রান্ত ঘোষণা হবে বলে খবর। কারণ, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্যে রবিবারই চিনের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
নীতিন গড়কড়িকে রেলমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। নয়া মন্ত্রীসভায় আলার কথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মনোনীত রামচন্দ্র প্রসাদ ও সন্তোষ কুশওয়াহার। মন্ত্রীসভায় এডিএমকে, শিবসেনা এবং জেডিইউ থেকে নতুন কাউকে আনা হতে পারে। এমনকি ভোটের আগে কর্নাটক ও হিমাচল থেকে কাউকে মন্ত্রিসভায় সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে শোনা যাচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wsyMIk
September 01, 2017 at 03:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন