সুরমা টাইমস ডেস্ক :: সিলেট নগরীর টিলাগড়ে ১১ কেভি বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হওয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। শাহীনুর আলম পারভেজ নামক ওই ছাত্র টিলাগড়ের কল্যাণপুরের বাসিন্দা শাহ আলমের ছেলে। সে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মঙ্গলবার রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করে সে।
জানা যায়, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের পাশ দিয়ে গেছে বিদ্যুতের ১১ কেভি লাইন। ওই লাইন সরানোর জন্য স্থানীয়রা একাধিকবার বিদ্যুৎ অফিসকে অনুরোধ জানালেও কাজ হয়নি। গত শুক্রবার মসজিদের ছাদে থাকা অবস্থায় শাহীনুর আলম পারভেজ ওই লাইনে বিদ্যুৎতাড়িত হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে, পরবর্তীতে ঢাকায় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সে মৃত্যুবরণ করে।
নগরীর ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, ১১ কেভি লাইনটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা একাধিকবার অনুরোধ জানিয়েছি। একপর্যায়ে এক কর্মকর্তা এসে লাইনটি মাত্র ২-৩ ইঞ্চি সরিয়ে দেন। কিন্তু তা যথেষ্ট নয়। এর প্রমাণ, শাহীনুর আলম পারভেজের মৃত্যু।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xuspqm
September 20, 2017 at 01:05AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন