মোদি-শিয়ামেন বৈঠক আজ

শিয়ামেন (চিন), ৫ আগস্টঃ ডোকালাম নিয়ে ৭৩ দিনের অচলাবস্থার পর মঙ্গলবার সকালে একান্তে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিয়েনথিং। সকাল ১০টা নাগাদ দুই শীর্ষ নেতার বৈঠকে বসার কথা। ইতিমধ্যেই ব্রিকস-এর মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক তুলে ভারত পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটাই কোণঠাসা করতে পেরেছে। সর্বোপরি ওই ঘোষণাপত্রে চিনের সমর্থন দু-দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের রাস্তা নতুন করে খোলার ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতিতে আজ ডোকালাম ইশ্যুকে দূরে সরিয়ে দু-দেশই সম্ভবত একে অপরের আস্থা ও বিশ্বাস অর্জনের উপরই জোর দেবে। কূটনৈতিক মহল বলছে, ভারতের বিশাল বাজারকে উপেক্ষা করা চিনের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি ভারতের সঙ্গে আমেরিকা ও জাপানের হৃদ্যতাও তাদের মাথাব্যথার কারণ। অন্যদিকে পাকিস্তানের পাশ থেকে চিনের হাত কিছুটা সরে গেলেও ভারতের পক্ষে তা অনেকটাই সুবিধার হবে।

ছবিঃ শিয়ামেন ও তাঁর স্ত্রী আয়োজিত ব্যাঙ্কোয়েটে ভারতের প্রধানমন্ত্রী।– সংগৃহীত চিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wCPfK9

September 05, 2017 at 09:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top