ব্লু হোয়েল নিয়ে সতর্ক করা হচ্ছে স্কুল-কলেজগুলিকে

উত্তরবঙ্গ ব্যুরো, ৫ আগস্টঃ কোচবিহারের পর জলপাইগুড়ির নাগরাকাটা। ব্লু হোয়েলের ছায়া ক্রমেই বড়ো হচ্ছে উত্তরবঙ্গে। নাগরাকাটার একটি স্কুলে বেশ কয়েকজন ছাত্র ওই মারণখেলায় আসক্ত- একথা জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। জেলার সমস্ত স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সতর্ক করার জন্য ডিআই-কে চিঠি পাঠাচ্ছেন জেলাশাসক। শুধু তাই নয়, পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য।

কোচবিহারের একটি স্কুলের এক ছাত্রী ব্লু হোয়েলের লিংক চেয়ে পোস্ট করায় বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে উত্তরবঙ্গে। শুধু স্কুলস্তরেই নয়, কলেজ পড়ুয়াদের নিয়েও একইরকমভাবে চিন্তা বাড়ছে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অধীনে থাকা এই মারণখেলার ব্যাপারে কলেজগুলিকে সতর্ক থাকার জন্য নোটিস পাঠাতে চলেছে। বিটি অ্যান্ড ইভিনিং কলেজের এক ছাত্র ওই খেলা সংক্রান্ত একটি পোস্ট করে সোস্যাল মিডিয়ায়। হইচই শুরু হওয়ায় সে অবশ্য পোস্ট মুছেও ফেলেছে। তবে, এরপরই সোস্যাল মিডিয়ায় নজরদারি বাড়িয়েছে কোচবিহার জেলা পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vGCmRS

September 05, 2017 at 10:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top