নগরীর ব্রহ্মময়ীবাজারে দোকানে হামলা ভাংচুর

সুরমা টাইমস ডেস্ক:: সিলেট নগরীর বন্দরবাজার পোস্ট অফিস গলির ব্রহ্মময়ীবাজারে জনি স্টোর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।গতকাল সোমবার রাত ১১টায় প্রতিষ্ঠান বন্ধ করে যাওয়ার আগ মুহুর্তে ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলার ঘটনায় মুরাদ আহমদ নামে একজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় জনি স্টোরের মালিক খালেদ আহমদ জানান, দোকানে আমার ছোট ছেলে বসা ছিল। সন্ত্রাসীরা তার গলায় রামদা ধরে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। সে সময় ক্যাশ ভেঙ্গে নগদ টাকা ও জরুরী কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে খালেদ আহমদ বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী থানার এসআই ফয়েজ আহমদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yEBNpC

September 26, 2017 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top