কলকাতা, ২৬ সেপ্টেম্বর- কথায় নয়, কাজে করে দেখিয়ে পুজোর ভিড় নিয়ন্ত্রণ করার পন্থা নিল পুলিশ৷ দক্ষিণ কলকাতায় এবারের অন্যতম আকর্ষণ ত্রিধারা সম্মিলনী৷ ফলে চতুর্থী থেকেই ভিড় উপচে পড়েছে সেখানে৷ মণ্ডপে ঢুকে স্মার্ট ফোনে সেলফি কিংবা প্যান্ডেলের ভিতরে দাড়িয়ে থিমের ছবি তোলার জেরে বাইরে দর্শনার্থীদের ভিড় ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল৷ ভিড় নিয়ন্ত্রণে আনতে সোমবার, পঞ্চমী থেকে ওই মণ্ডপে ছবি-সেলফি তোলার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ মাইকে ঘোষণা করে করে যা দর্শকদের জানিয়ে দেওয়াও হচ্ছে৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাইকের ঢেউ তুলতে পুলিশের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই অনেকে স্মার্টফোনে টুক করে সেলফি তুলে নিচ্ছেন৷ এমন দর্শককে দেখে বাকিরাও সাহস পেয়ে যাচ্ছে৷ তাই পুলিশ ঠিক করেছে শুধু মুখের কথায় হবে না, কাজে করে দেখাতে হবে৷ দর্শকদের মনে ভয় তৈরি করে এবার মোবাইল বাজেয়াপ্ত করার টোটকা দিল পুলিশ৷ পঞ্চমী থেকেই ত্রিধারাতে মাইকে ঘোষণা করা হয়েছে যে, মণ্ডপে ঠাকুর দেখতে দেখতে দাড়িয়ে ছবি তোলা যাবে না৷ ছবি তুললে মোবাইল বাজেয়াপ্ত করা হবে৷ যেমন কথা তেমন কাজ৷ সোমবার থেকেই দর্শনার্থীদের উপর নজর রেখেছে সাদা পোশাকের পুলিশ৷ ছবি তুলতে দেখলেই তা কেড়ে নেওয়া হচ্ছে৷ এক পুলিশকর্তা জানিয়েছেন, সোমবার ১৮টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ সোম এবং মঙ্গলবার মিলিয়ে সংখ্যাটি প্রায় পঞ্চাশের কাছাকাছি৷ ওই কর্তা জানিয়েছেন, মোবাইল বাজেয়াপ্ত করার বিষয়টি দর্শকদের মুখে মুখে প্রচার হওয়ায় টোটকায় কাজ দিয়েছে৷ কমছে লুকিয়ে চুরিয়ে ছবি তোলা৷ পুলিশ জানিয়েছে, ছবি তুলতে দেখে মোবাইল বাজেয়াপ্ত করা হলেও, পরে তা ফিরিয়েও দেওয়া হচ্ছে৷ ওই পুলিশকর্তা বলেন, পুজোর আনন্দ মাটি করা আমাদের উদ্দেশ্য নয়৷ আমরা কাউকে হয়রানও করছি না৷ প্যান্ডেলের ভিতরে ঢুকে ছবি তোলার জেরে পিছনে অনেক লাইন পড়ে যাচ্ছে৷ পিছনের লোকেরা ভালমতো ঠাকুর দেখতে পাচ্ছেন না৷ তাই মোবাইল বাজেয়াপ্ত করার পন্থা নেওয়া হয়েছে৷ অন্য কয়েকটি মণ্ডপেও ছবি তুলতে নিষেধ করা হচ্ছে৷ এআর/২১:২০/২৬ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wU7kl5
September 27, 2017 at 03:19AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.