নগরী থেকে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে সিসিক

সুরমা টাইমস ডেস্ক:: পশু কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঈদের তিনদিন আগে ও পরের তিন দিন নয়টি বিশেষ টিম বর্জ্য অপসারণের কাজ করবে। ২৪ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিলেট নগরীতে প্রতিদিন ২০০ থেকে ২৫০ মেট্রিকটন বর্জ্য উৎপাদিত হয়। কোরবানির ঈদে তা বেড়ে দ্বিগুণ হয়ে যায় বলে জানান তিনি।এ অবস্থায় দ্রুত বর্জ্য অপসারণ করে নগরীকে পরিচ্ছন্ন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এনামুল হাবিব বলেন, এ জন্য নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি শ্রমিক। সাধারণত মহানগরীতে ৮০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করলেও ঈদে সে সংখ্যা ১২০০ করা হবে। এছাড়া ৪০টি বর্জ্যবাহী ও ১০টি পানিবাহী ট্রাক এবং চারটি এক্সেভেটর দিয়ে নগরীকে পরিচ্ছন্ন করার প্রস্তুতি নিয়েছে সিটি করপোরেশন। নগরী পরিষ্কারের পর দুই হাজার ৭০০ কেজি ব্লিচিং পাউডার ছিটানো হবে বলে জানান তিনি। এনামুল হাবিব বলেন, এবারও ২৭ টি ওয়ার্ডে নির্ধারিত ২৭টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। সবাই যাতে নির্ধারিত স্থানে কোরবানি দেন সে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা মনিটরিং করবেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gwDQav

September 02, 2017 at 12:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top