মুম্বাই, ২৫ সেপ্টেম্বর- ভোগ ইন্ডিয়া তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭। গত রবিবার আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অনিল কাপুর, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা, সোনম কাপুর, করণ জোহর, গৌরী খান, অর্জুন কাপুর, কৃতি স্যানন, রাধিকা আপ্তে, শ্বেতা বচ্চন নন্দা, টুইঙ্কেল খান্না, রাজকুমার রাও, নীতা আম্বানি, কিরণ রাও, আথিয়া শেঠি প্রমুখ। এতে পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন-ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান, আনুশকা শর্মা, টুইঙ্কেল খান্না, সোনম কাপুর ও করণ জোহরের মতো তারকারা। ঐশ্বরিয়া রাই বচ্চন পেয়েছেন ভোগ ইনফ্লুয়েন্সার অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড। শাহরুখ পেয়েছেন ভোগ এন্টারটেইনার অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড। অন্যদিকে টুইঙ্কেল খান্না, করন জোহর পেয়েছেন যথাক্রমে ভোগ অপিনিয়ন মেকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ও ভোগ ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এছাড়া ভোগ অ্যান্ড বিএমডাব্লিউ গেম চেঞ্জার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন আনুশকা শর্মা। আর বলিউডের ফ্যাশনিস্টাখ্যাত সোনম কাপুর হাতে তুলেছেন ভোগ অ্যান্ড আইডাব্লিউসি ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড। আর/১০:১৪/২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hqGjny
September 26, 2017 at 05:25AM
25 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top