কুমিল্লার বার্তা ডেস্ক ● লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মুক্তারপুর গ্রামে রবিবার দিবাগত রাতে গণপিটুনিতে সালাউদ্দিন (৪০) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে চাটখিল থানায় ৪টি ও কুমিল্লার মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। পুলিশ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সালাউদ্দিন চাটখিল উপজেলার উত্তর বদলকোট গ্রামের ভূইয়া বাড়ির মৃত হারেছ উদ্দিন ভূইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন দিবাগত রাত ২টার দিকে মুক্তারপুর গ্রামের মৃত আমির হোসেনের ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে। পরে তিনি খাটের নিচে অবস্থান নেন।
গ্রিল কাটার শব্দে গৃহকর্তী সালেহা বেগমের ঘুম ভেঙ্গে গেলে তিনি কৌশলে মোবাইল ফোনে বাড়ির অন্য লোকদের খবর দেন। এলাকাবাসী ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে সালাউদ্দিনকে আটক করে। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, সে চাটখিলের কুখ্যাত ডাকাত খোরশেদ আলমের অন্যতম সহযোগী ছিলেন।
The post গণপিটুনিতে ডাকাতের মৃত্যু appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2xu1MQd
September 25, 2017 at 04:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন