ময়নাগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ অভিযোগ দায়ের করার ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হল চুরি হওয়া দুটি মোবাইল ফোন। সঙ্গে গ্রেফতার হল চোর। গ্রেফতার করল ময়নাগুড়ি জিআরপি। মঙ্গলবার সকালে ধূপগুড়ি রেল স্টেশনের ঘটনা। ধৃত অতুল রহমান। ধূপগুড়ি রেল স্টেশন এলাকার বাসিন্দা সে। তার কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে জিআরপি। মঙ্গলবার জলপাইগুড়ি সদর কোর্টে তাকে চালান করা হয়।
ময়নাগুড়ি জিআরপি ওসি শুভজিত ঝা বলেন, মোবাইল দুটির দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা। সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ছোটো শালকুমারের বাসিন্দা তিতান শীল এবং তার বন্ধু ধূপগুড়ি রেল স্টেশনের ওয়েটিং রুমে বিশ্রাম করছিলেন। এমন সময় তাদের মোবাইল ফোন দুটি চুরি হয়। যার দাম পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি। এরপর তারা জিআরপি-কে লিখিত অভিযোগ জানান।
ওসি বলেন, এসআই শঙ্কর দেব তদন্ত শুরু করেন। স্থানীয় এলাকার বাসিন্দা অতুল রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে ধৃতের বাড়ি থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jnX3fR
September 12, 2017 at 11:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন