ডাকাতির ছক বানচাল, গ্রেফতার ৪

শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে ডাকাতির চেষ্টা ব্যার্থ করল প্রধাননগর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র।

অভিযুক্তরা হল দশরথপল্লীর বাসিন্দা সুনীল যাদব (১৯), বাঘাযতীন কলেনির বাসিন্দা সঞ্জয় দাস (২২), ধূপ কলোনির বাসিন্দা বিবেক থাপা এবং গোয়ালা পট্টির বাসিন্দা মহম্মদ আলম।

খবর ছিল, ৭-৮ জন যুবক মহানন্দার কাছে মুক্ত মঞ্চে জমায়েত হয়ে প্রধাননগর এলাকায় একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জমা হয়েছে। এই খবরের ভিত্তিতে বুধবার রাত ২.১৫ নাগাদ ওই এলাকায় পুলিশ টহল দেয়। সেখান থেকেই গ্রফতার  করা হয় ওই ৪ যুবককে। প্রধাননগর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2w67fuu

September 06, 2017 at 06:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top