মেক্সিকো সিটি, ২০ সেপ্টেম্বরঃ বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সওয়া একটা নাগাদ প্রবলভাবে কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। কম্পনের উৎসস্থল মেক্সিকো সিটি থেকে মাত্র ৭৬ মাইল দূরে রাবোসো শহরে। অন্তত ১৪৬ জনের মৃত্যু হয়েছে। দু-সপ্তাহও হয়নি মেক্সিকো প্যাসিফিক উপকূল কেঁপে উঠেছিল ভূমিকম্পে। এদিন ঘণ্টা দুয়েক আগেই ভূমিকম্পের মহড়া হিসাবে সাইরেন বেজে উঠেছিল। তারপরই কাঁপতে থাকে গোটা মেক্সিকো। স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু শহরেই ৪৪টি বহুতল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন কয়েকশো মানুষ। সুতরাং মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল মিনসেরা।
ছবিঃ ধ্বংসস্তূপে পরিণত মেক্সিকোর একটি বহুতল। ( ওয়াশিংটন পোস্ট-এনডিটিভি-র সৌজন্যে)
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xdCWqd
September 20, 2017 at 10:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন