মুম্বাই, ২৭ সেপ্টেম্বর- এখন তিনি বলিউডের অন্যতম সফল নায়ক। যেকোনো ছবিতে অভিনয় করার জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক নেন। এ বছর তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, বিগ বসের সঞ্চালক হিসেবে প্রতি এপিসোডে ১১ কোটি টাকা নিয়ে ছোটপর্দারও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনিই। কিন্তু সালমান খানই জীবনের প্রথম বেতন হিসেবে পেয়েছিলেন মাত্র ৭৫ টাকা। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেন, আমার প্রথম বেতন ছিল ৭৫ টাকা। তাজ হোটেলের পিছনে কোনও একটা শো-তে আমি নাচতাম। আমার এক বন্ধুও সেখানে নাচত। সে আমাকে নিয়ে গিয়েছিল। মজা করার জন্যই নাচছিলাম। এরপর ক্যাম্পাকোলার হয়ে কাজ করে ৭৫০ টাকা পেয়েছিলাম। সবচেয়ে বেশি সময় কাজ করার জন্য ১,৫০০ টাকা পেয়েছিলাম। ম্যায়নে পেয়ার কিয়া ছবির জন্য প্রথমে ৩১,০০০ টাকা পাওয়ার কথা ছিল, পরে সেটা বেড়ে ৭৫,০০০ টাকা হয়। এআর/২০:৫০/২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xBrbI5
September 28, 2017 at 02:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top