ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থানটা শক্ত হয়েছে গেলো কয়েক বছরে। ওয়ানডে ক্রিকেটে নিজেদের জায়ান্ট হিসেবে গড়ে তুলতে পেরেছে। তবে ততোটা এখনও পারেনি টেস্ট ক্রিকেটে। তবে বেশ কিছুদিন থেকে টেস্টেও ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছে টাইগাররা। আর তা সম্ভব হচ্ছে মাঠে টাইগারদের সামর্থ্যের চেয়ে বেশি দিতে পারার কারণেই। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এমনটা চান বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। সামর্থ্যের দুইশো ভাগ দেশের জন্য দিয়েই জয় তুলে আনার প্রত্যয় ঝরেছে তার কণ্ঠে। বৃহস্পতিবার পচেফস্ট্রুমে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ২ নম্বরে। দুই দলের শক্তির ব্যবধানটা র্যাঙ্কিংয়েই স্পষ্ট। এই ব্যবধান কমাতে হলে যা করতে হয় তাই করেই ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সেটা মনে করিয়ে দিয়েই বুধবার পচেফস্ট্রুমে মুশফিক বললেন, সামর্থ্যের দ্বিগুণ উজাড় করে দিয়ে খেলেই জয় পেতে হবে, আমরা সেরা তিনে নেই যেই যে মাঠে যাবো আর সবাইকে হারিয়ে দিবো। আমরা নিচের দিকের দল, আমাদের সবার কাছেই অন্যরকম চ্যালেঞ্জ থাকে। এমনকি ওইভাবেই নিজেদের উপস্থাপন করতে হয়। ২০০ ভাগ করে দিতে হয় জয় উপহার দেওয়ার জন্য। আর আমাদের তা করার সামর্থ্য আছে। সবাই সে চেষ্টাই করছে। ঘরের মাঠে কদিন আগেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদশ। এর আগে ইংল্যান্ডকেও হারিয়েছিল টাইগাররা। শুধু ঘরেই নয় বাইরেও দারুণ ক্রিকেট খেলে মুশফিকরা। নিউজিল্যান্ড ও ভারতে জয় না পেলেও টাইগারদের খেলা প্রশংসাই কুড়িয়েছে। শ্রীলঙ্কায় তো টেস্ট সিরিজ ড্রই করতে পেরেছে তারা। একটিতে জিতেছে। তাই দক্ষিণ আফ্রিকার মাটিতেও স্বাগতিকদের বিপক্ষে ভালো কিছু করতে আত্মবিশ্বাসী মুশফিক। গত দুই বছরে আমরা টেস্টে অনেক বড় বড় উদাহরণ দিয়েছি। এটাও অনেকে বলতে পারে, দক্ষিণ আফ্রিকায় এসে ওদের হারানো একটা অসম্ভব কল্পনা হতে পারে। সত্যি বলতে আমার কাছে এটা মনে হয় না। আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে বিশ্বের যে কোনো দল আমাদের কাছে হারতে পারে। এর আগে তো আমরা দেশের মাটিতে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে হারাতে পারিনি। এমন কেউ চিন্তাও করেনি, কিন্তু এটা তো হয়েছে। অবশ্যই হবে, আমার মনে হয় না এটা অসম্ভব। যদি ভাগ্য আমাদের পক্ষে থাকে তাহলে অবশ্যই ভালো একটা টেস্ট ম্যাচ উপহার দিতে পারবো। দক্ষিণ আফ্রিকায় পা দেওয়ার আগে থেকেই আলোচনায় সেখানকার উইকেট। তবে বছরের এই সময়ে সেখানকার উইকেট কিছুটা শুষ্ক থাকে। তাই এটাকে বাড়তি সুবিধা মানছেন টাইগারদের টেস্ট অধিনায়ক, আজকে উইকেট দেখে মনে হলো, উইকেট একটু বেশি শুকনা। মনে হয় না, আহমরি কোনো মুভমেন্ট পাওয়া যাবে। আমার মনে হয়, খুব ভালো ব্যাটিং উইকেট হবে। দুই-তিন পর থেকে হয়তো স্পিনাররা একটু সহায়তা পাবে, যা আমাদের জন্য ভালো হবে। আমরা ভালো শুরু করতে চাই আর তার মোমেন্টামটা ধরে রাখতে চাই। এআর/২১:০৫/২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yI4DVQ
September 28, 2017 at 03:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top