চট্টগ্রাম, ০৪ সেপ্টেম্বর- ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। তখনকার র্যাংকিংয়ে এক নম্বর দল অস্ট্রেলিয়াকে পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার- ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু পারেনি বাংলাদেশ, হাবিবুল বাশার-আশরাফুলরা ইনিংস ব্যবধানে হেরেছিল পন্টিংদের কাছে। সেই দিন পাল্টেছে। বদলে যাওয়া বাংলাদেশের ক্রিকেট এখন জয় ছাড়া কিছু ভাবেই না। হারলেও সাকিবদের ভাবনাতে থাকে কেবলই জয়। হাবিবুল-আফতাবদের যুগ পেরিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন প্রতিপক্ষের কাছে আতঙ্কের নাম। আর তাইতো সাকিব-তামিম-মুশফিকরা ম্যাচ শুরুর আগে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন না! সরাসরি বলেন জয়ের কথা। সোমবার অসিদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টেও মুশফিক তেমন ঘোষণাই দিয়েছেন। তাই ম্যাচটি জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে টাইগারদের আগ্রাসী মনোভাবটা আরও স্পষ্ট করে তুলতে চায় বাংলাদেশ। এজন্য যাবতীয় রণ কৌশল এরই মধ্যে ঠিক করে ফেলেছে মুশফিক বাহিনী। সকাল দশটায় টাইগারদের পয়মন্ত ভেন্যু- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। তবে ম্যাচটিতে থাকছে বৃষ্টির শঙ্কা! আবহাওয়া রিপোর্টে সোমবার বৃষ্টি না থাকলেও তৃতীয় দিন থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর আগের দিন দুই দলের কেউই মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায়নি। যদিও জহুর আহমেদের সবুজ গালিচাতে শনিবার অতিথিরা অনুশীলন করলেও বৃষ্টির কারণে বাংলাদেশ রবিবার অনুশীলন করতে পারেনি। সবকিছু মিলিয়ে মাঠের অনুশীলনের ঘাটতি নিয়েই চট্টগ্রামে মাঠে নামছে দুই দল। ঢাকায় টেস্ট হেরে কঠিন সময় পার করা অস্ট্রেলিয়া মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত! মাঠের লড়াইয়ে নামার আগেই দেখা গেছে তাদের চারপাশে থমথমে পরিবেশ। রবিবার দুপুরে উইকেট দেখতে গিয়ে স্মিথদের মনটা যেন আরও বিষাদে ভরে উঠে! ঢাকাতে ঠিক যেমন উইকেটে খেলেছে স্মিথরা। চট্টগ্রামেও তেমন উইকেটই বানিয়েছেন কিউরেটররা। এখানে স্মিথদের জন্য ভয়ের কারণ বল হুটহাট নিচু হয়ে যাওয়া। সবমিলিয়ে আজকের রাতটা নির্ঘুমই কাটাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে! সিরিজ হার এড়াতে ম্যাচটিতে জয় ভিন্ন কোনও পথ খোলা নেই অসিদের সামনে। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ মনে করেন চাপকে জয় করে বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, স্কোরলাইন যেটাই হোক, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই চাপের। আমরা ১-০ তে পিছিয়ে আছি, সমতায় শেষ করতে হলে জিততেই হবে। সেটা করতে হলে গত সপ্তাহের চেয়ে অনেক ভালো খেলতে হবে আমাদের। গত ম্যাচে যেভাবে খেলেছে, তাতে বাংলাদেশ অবশ্যই আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। আমাদের অনেক ভালো খেলতে হবে। স্মিথ ভালো খেলার দিকে মনোযোগী হলেও বাংলাদেশ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না, জয়ের ভাবনা নিয়েই আমরা মাঠে নামবো। অস্ট্রেলিয়ার মতো দলকে ২-০ ব্যবধানে হারানোর ভালো সুযোগ আমাদের সামনে। সুযোগটা নিতে গেলে শুধু সাকিব-তামিদের ভালো খেললেই হবে না। মুশফিক তার সতীর্থদের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন বেশ ভালো করেই। তার বিশ্বাস সাকিব- তামিম ছাড়া বাকিদের কাছ থেকে ৭০-৮০ ভাগ পারফরম্যান্স আসলেই ম্যাচ জেতা সম্ভব, তামিম এবং সাকিবের কথা বাদ দিলে বাকিদের কেউই শতভাগ ইনপুট দিতে পারি না। কালকে (সোমবার) যারা সুযোগ পাবে তাদের দায়িত্ব দলের জয়ে অবদান রাখা। ওদেরকে (সতীর্থ) ওই বার্তাই দেওয়া আছে। আমরা যদি চার-পাঁচজন কিংবা ছয় জনও ভালো খেলতে পারি, তাহলে আমাদের দলটা আরও শক্তিশালী হয়ে উঠবে। ঢাকা টেস্টের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে আসতে পারে। স্লো উইকেট হওয়ার কারণে একাদশে দুই দলই বাড়তি একজন স্পিনারের পাশাপাশি ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করবে। চট্টগ্রামে মুমিনুলকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রকট। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শফিউল ইসলাম। এছাড়া অস্ট্রেলিয়ার হ্যাজলউডের বদলে উড়িয়ে আনা ওকিফের একাদশে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। আগের কৌশল থেকে বেরিয়ে অস্ট্রেলিয়া তিনজন স্পিনারকে নিয়ে মাঠে নামবে! এছাড়া ঢাকা টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করা ম্যাথু ওয়েডকে বসতে হতে পারে এই টেস্টে। চার দশক পর অস্ট্রেলিয়া একজন পেসারকে নিয়ে মাঠে নামতে যাচ্ছে! দুই দলের কোনও অধিনায়কই একাদশ নিয়ে মুখ খোলেনি সংবাদ সম্মেলনে। দুইজনই সকালে উইকেট দেখে সেরা একাদশ মাঠে নামানোর কথা জানিয়েছেন। এত সব রণকৌশল, এত সব পরিকল্পনা; আর সবকিছুই ভেস্তে যেতে পারে বৃষ্টির বাধাতে। যদিও আবহাওয়া রিপোর্টে সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। মুশফিকদের পাশাপাশি পুরো বাংলাদেশেরই প্রার্থনা- বৃষ্টি নয়, ম্যাচ চাই.ম্যাচ। ম্যাচটি মাঠে গড়ালেই কেবল নতুন এক ইতিহাস রচনা করার সুযোগ হবে স্বাগতিকদের সামনে! কেননা অসিরা হারলেই ২৯ বছর পর টেস্ট র্যাংকিংয়ের ৬ নম্বরে নেমে যাবে। সেই অপেক্ষায় গোটা বাংলাদেশ! আর/০৭:১৪/০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eTjvsn
September 04, 2017 at 01:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top