নিউ ইয়র্ক, ০৪ সেপ্টেম্বর- এবার ঈদটা সত্যিই দারুণ আনন্দের ছিল অভিনেত্রী রিচির। কারণ ঈদের আগেই তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। কন্যা সন্তানের সঙ্গে প্রথম ঈদের আনন্দটা তাই এই অভিনেত্রী তার ভক্তদের সঙ্গেও শেয়ার করলেন। মেয়ে ইলমা রায়া মালিক, ছেলে রাইয়ান ও স্বামী রাশেক মালিক ঈদের দিন একসঙ্গে ছবি তুলে তা আপ করেছেন ফেসবুকে। ছবি আপ করে ক্যাপশনে রিচি লিখেন, ইলমার প্রথম ঈদ তার পরিবারের সাথে ... ঈদ মোবারক আমাদের সকল বন্ধু ও তাদের পরিবারকে ... এদিকে আজ রোববার সকালে রিচি তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, হঠাৎ করেই নির্ধারিত সময়ের আগে আমার মেয়ে হয়ে যাওয়া, ঈদ সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত ছিলাম কয়েকটা দিন। দূর দূরান্ত দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আমাকে এবং আমার স্বামীকে অভিনন্দন জানাচ্ছেন। আমি কৃতজ্ঞ সবার ভালোবাসায়। আমার পরিবারের বাইরেও যারা এই নয় মাস আমার পাশে ছিলেন তাদের কাছে ঋণী হয়ে রইলাম। বলে রাখা ভালো, গত ২১ আগস্ট স্থানীয় সময় ২টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইনসে প্রেসবেটিরিয়ান হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন রিচি। ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের মা তিনি। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকান প্রবাসী রাশেকুর রহমানকে বিয়ে করেন রিচি। বর্তমানে তারা আমেরিকাতেই আছেন। আর/০৭:১৪/০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eTHRSE
September 04, 2017 at 02:23PM
04 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top