চলতি সহিংসতায় বাংলাদেশে তিন লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে

সুরমা টাইমস ডেস্ক:: মিয়ানমারে চলতি সহিংসতায় বাংলাদেশে তিন লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রবিবার (১০ই সেপ্টেম্বর) রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি রাষ্ট্রদূতদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন সাত লাখ রোহিঙ্গা রয়েছে। গত ২৫শে আগস্টের আগে বাংলাদেশে চার লাখ রোহিঙ্গা ছিল। এ সময়ে আরও তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।’

এ এইচ মাহমুদ আলী বলেন, “পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূত ও মুসলিম রাষ্ট্রগুলোর (ওআইসি) রাষ্টদূতদের সঙ্গে বৈঠক করেছি। তারা এক বাক্যে আমাদের সমর্থন করেছেন। তারা বলেছেন— ‘বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে। তারপরেও এতো বড় জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। সেজন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সহায়তা দেওয়া হবে। আমরাও সহায়তা করবো।”

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। কিন্তু এ সমস্যার উদ্ভব হয়েছে মিয়ানমারে। এ সমস্যার সমাধান তাদেরকেই করতে হবে।’

মিয়ানমারের সহিংসতার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখন এই সমস্যার নতুন একটি রূপ নিয়েছে। প্রতিশোধের মতো ব্যাপার— সবাইকে মেরে ফেলতে হবে! সব গ্রাম জ্বালিয়ে দিতে হবে!’

রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। এছাড়া এশিয়ার অন্য দেশ এবং ইউরোপীয় ইউনিয়নসহ বহুপাক্ষিক ফোরামের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।’

মিয়ানমারে গণহত্যা চলছে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারে এখন গণহত্যা চলছে। মিয়ানমারের দু’জন মন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে যারা এসেছে তাদের নাগরিকত্বের প্রমান থাকলে ফেরত নেওয়া হবে।’ মিয়ানমার রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাহলে প্রমান থাকবে কী করে? সেখানে তো গণহত্যা চলছে।”

গণহত্যার বিচার চাইবেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় বলছে— ‘আমরা বিবেচনা করবো।”

এর আগে রাষ্ট্রদূতদের কূটনৈতিক ব্রিফ শেষে ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্ধৃত করে জানিয়েছিলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত তিন হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪শে আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী অমানুষিক নির্যাতন চালালে আশ্রয় নিতে বাংলাদেশে প্রবেশ করেন রোহিঙ্গারা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jfigIw

September 10, 2017 at 10:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top