সোশ্যাল সাইটে পোস্ট করতে সাবধান! আয়করের নজর রয়েছে আপনার অ্যাকাউন্টে

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বরঃ ইনস্টাতে আপনার বিলাসবহুল গাড়ির ছবি পোস্ট করছেন? ফেসবুকে দামী ঘড়ির সঙ্গে ছবি দিচ্ছেন? বিদেশভ্রমণে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের নজর কাড়ছেন? এবার তাহলে একটু সাবধান হওয়ার সময় এসেছে আপনার। কারণ কালো টাকার হদিশ পেতে এবার আয়কর দপ্তরের কর্তারা আপনার সোশ্যাল নেটওয়ার্কের অ্যাকটিভিটির ওপর নজর রেখে পৌঁছে যেতে পারে আপনার বাড়িতে।

খুব সম্ভাবত আগামী মাসেই আসতে চলেছে প্রোজেক্ট ইনসাইট। যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে তথ্য জোগাড় করে মিলিয়ে দেখবে ইনকাম ডিক্লারেশন আর খরচের ধরনধারনের সঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে জোগাড় করা তথ্যের ভিত্তিতে ভার্চুয়াল এবং রিয়েল লাইফের আয়ব্যায়ের মধ্যে ফারাক দেখা দিলে সঙ্গে সঙ্গে যাবে নোটিশ।

প্রত্যেক ব্যক্তির আয় এবং সম্পত্তির সঠিক হিসেব রাখতে কেন্দ্র আগেই আধারের সঙ্গে প্যানের লিংক বাধ্যতামূলক করেছে। এবার কোনোরকম করফাঁকি এড়াতে এল অ্যান্ড টি ইনফোটেকের সঙ্গে হাত মিলিয়েছে আয়কর।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xeHhJe

September 10, 2017 at 11:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top