মুম্বাই, ০৯ সেপ্টেম্বর- ভারতের বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান ১৯৯২ সালে রোজা সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন। প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন তিনি। এর পর শুধুই ইতিহাস। ২০০৯ সালের স্লামডগ মিলিওনিয়ার ছবির সুর ও সংগীতের জন্য জেতেন অস্কার। সম্প্রতি এক সাক্ষাতকারে জানালেন লাইভ কনসার্ট নিয়ে ভীতির কথা। আইএনএসকে দেওয়া এক সাক্ষাতকারে উপমহাদেশের অন্যতম সেরা এ সংগীত পরিচালক বলেন, দীর্ঘ ২৫ বছরে আমার জীবনে অনেক কিছুই বদলেছে কিন্তু একটি বিষয়ে এখনও কোনো পরিবর্তন ঘটেনি। সেটি হলো আমি এখনও লাইভ কনসার্টকে ভয় পাই। মঞ্চে পা রাখার আগে আমার খুবই নার্ভাস লাগে। মনে হয় হয়ত মাইক্রোফোন ঠিকভাবে কাজ করবে না, দেয়ালে প্রতিধ্বনি হবে কিংবা দর্শক হয়ত আমার পরিবেশনা পছন্দ করবে না-এ রকম নানান দুশ্চিন্তা ভর করে আমার মাথায়। তিনি বলেন, একক কনসার্টের চেয়ে অনেক শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টে এ ভয়টা আমার আরও বেশি করে হয়। কারণ এ ধরণের কনসার্টে অনেক রকমের দর্শক আসেন। তাদের সবার পছন্দ আলাদা। আর/১০:১৪/০৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jcict4
September 10, 2017 at 05:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন