ধূপগুড়ি, ৯ সেপ্টেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধূপগুড়িতে অভিযান চালিয়ে গোরু বোঝাই চারটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সফিকুল ইসলাম ও সরিফুল হক। বাকিরা পলাতক।
গতকাল গভীর রাতে ধূপগুড়িতে ওভারব্রিজ ও গিলান্ডি এলাকায় জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ। রাতের অন্ধকারে চারটি গাড়ি জলপাইগুড়ি থেকে বানারহাটের দিকে যাচ্ছিল। সেইসময় জাতীয় সড়কে ওই গাড়িগুলিকে আটকে দেওয়া হয়। দু’জন গাড়ি চালককে আটক করেছে পুলিশ। কিন্তু অপর দুটি গাড়ির চালক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। চারটি গাড়ি থেকে মোট ৪৮টি গোরু উদ্ধার হয়। গোরুগুলিকে উদ্ধার করে খামারে রাখা হয়েছে।
আইসি সঞ্জয় দত্ত বলেন, ‘আটক গাড়িগুলি থেকে গোরু বোঝাইয়ের কোনো সঠিক নথি পাওয়া যায়নি। দু’জন চালক পালিয়ে গেলেও বাকি দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ সুয়োমোটো মামলা রুজু করেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2eWcs5n
September 09, 2017 at 11:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন