মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি:: মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজাগঞ্জ বাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ‘উত্তর বিশ্বনাথবাসী’র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহন করেন।
রাজাগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী ডা. চুনু মিয়ার সভাপতিত্বে ও ‘মুফতি আবদুল খালিক (র.) ফাউন্ডেশন’র সভাপতি শরীফ আহমদ রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য আব্বাস হোসেন ইমরান, স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন, মাওলানা আবদুল জলিল, উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি নাসির উদ্দিন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন পশ্চিম নোয়াগাঁও লতিফিয়া যুব সংঘের সভাপতি শাহ বাবুল মিয়া, মুফতি আবদুল খালিক (র.) ফাউন্ডেশনের সহ-সভাপতি মোজাহীদ আলী, তেলিকোনা আশ্ব-শ্বাবাব ইসলামী সংস্থার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আত্ব-তাকওয়া ইসলামী সংস্থার সাধারণ সম্পাদক শওকত হোসেন, রংধনু সমাজ কল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক ডা. গিয়াস উদ্দিন সোহাগ, জয়নগর মোহাম্মদীয়া যুব সংঘের সাবেক সভাপতি ফারহান উদ্দিন, উত্তর বিশ্বনাথ একতা ছাত্র সংগঠনের সাবেক সভাপতি আফজল আহমদ শিশু, বর্তমান সভাপতি সৈয়দ আবদুল মুকিত, উত্তর বিশ্বনাথ লতিফিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ সাইদুর রহমান, কুড়িখলা আল-ইমাদ ইসলামী সংস্থার হাফেজ রুবেল আহমদ, তেলিকোনা ইসলামী যুব সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ ছাদিক আহমদ হাছান, কান্দিগ্রাম আন-নাযাহ ইসলামী যুব সংঘের সভাপতি তাহির আলম। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন কান্দিগ্রাম আন-নাযাহ ইসলামী যুব সংঘের প্রতিষ্ঠাতা ক্বারী আবদুর রহিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নুর উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরুব্বী সুলতান মিয়া, তাজ আলী, মকদ্দুছ আলী, ইরন মিয়া, মিজাজুল হোসেন, শফিক মিয়া, ডা. সাজ্জাদুর রহমান, মইন উদ্দিন, শাহ সিদ্দিকুর রহমান,তেলিকোনা ইসলামী যুব সংস্থার সভাপতি আশিকুর রহমান, কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন মিয়া, আশ্ব-শ্বাবাব ইসলামী সংস্থার সভাপতি মাওলানা মুছাদ্দিক হোসেন ইমরান, বাতিঘরের সাবেক সভাপতি মাস-উদ হাসান, গোলাম মোস্তফা, হাফেজ তাজ উদ্দিন, বাদে কাবিলপুর আল-ইখওয়ান ইসলামী সংস্থার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মুহিবুর রহমান, জয়নগর মোহাম্মদীয়া যুব সংঘের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কান্দিগ্রাম আন-নাযাহ ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ভাটপাড়া আল-ইহছান ইসলামী সংস্থার সভাপতি রেদওয়ান আহমদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, কুড়িখলা আল-ইমাদ ইসলামী সংস্থার সভাপতি মুহিব উদ্দিন, সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেষে রোহিঙ্গাদের সর্বাঙ্গীন মঙ্গল ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন তেলিকোনা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আবদুশ শহীদ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gSG7tf
September 09, 2017 at 11:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন