নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বরঃ গোরক্ষার নামে তাণ্ডব ঠেকাতে কেন্দ্র এলং রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত প্রতিটি রাজ্যে একজন করে পুলিশের এক পদস্থ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করার নির্দেশ দিয়েছে।
গোরক্ষার নামে অত্যাচার মোকাবিলায় সংবিধানের আওতায় রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার দায়িত্ব রয়েছে কিনা, সে বিষয়ে কেন্দ্রের জবাবও তলব করেছে সু্প্রিম কোর্ট।
গোরক্ষার নামে মারধরের ঘটনা রুখতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে রাজ্যগুলির মুখ্যসচিবদের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে সারা দেশে গোরক্ষার নামে তথাকথিত গোরক্ষকদের তাণ্ডবের ঘটনা প্রকাশ্যে এসেছে। এরমধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ।
তুষার গান্ধী ও কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়াল্লার দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে আজ এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2eL1Iqp
September 06, 2017 at 06:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন