সুরমা টাইমস ডেস্ক:: জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টা ৮ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১১ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তাকে বিদায় জানান।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল পাঁচটায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ২০মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যান হাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে নিউইয়র্কের এই হোটেলেই অবস্থান করবেন শেখ হাসিনা।
২১শে সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি তুলে ধরে তা সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা চাইবেন। রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো তুলে ধরে এর আশু সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো জাতিসংঘে উত্থাপন করবেন তিনি।
২২শে সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওয়ানা হবেন শেখ হাসিনা। সেখান থেকে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা হবেন। ২ অক্টোবর দেশে ফিরবেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x755Nb
September 16, 2017 at 09:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন