টরন্টো, ০৬ সেপ্টেম্বর- বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার টরেন্টোর থমসন মেমোরিয়াল পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। কিছুটা বৈরী আবহাওয়া থাকলেও প্রবাসীরা দিনব্যাপী এই বনভোজনে অংশ নিয়ে আনন্দ উচ্ছ্বল সময় কাটায়। স্থানীয় সংসদ সদস্য সালমা জাহিদ, মূলধারার রাজনীতিক,কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জালালাবাদ এসোসিয়েশনের বনভোজনে অংশ নেন। সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি এবং অন্যান্য কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। পুরো আয়োজনটিকে আনন্দময় করে তুলতে নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া প্রবাসীরা সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজেদের মধ্যে আড্ডায় মেতে ওঠেন। সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল বনভোজনে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে পুরো আয়োজনকে সফল করে তোলায় সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। আর/১০:১৪/০৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j3fMNy
September 07, 2017 at 05:56AM
07 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top