অলউইন রেকর্ড, টি-২০ জিতল ভারত

কলম্বো, ৬ সেপ্টেম্বরঃ তিন ফর্মাটের ক্রিকেটে অলউইন রেকর্ড করল মেন ইন ব্লুজ। টেস্ট এবং ওডিআই-তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর বুধবার সিরিজের এরমাত্র টি-২০ ম্যাচেও সাত উইকেটে জিতলেন বিরাট কোহলিরা। ৫৩ বলে ৮২ করে শেষ ম্যাচেও নায়ক বিরাট। সাত উইকেটে ১৭০ রান তুলেছিল শ্রীলঙ্কা। সৌজন্যে মুনবীরার ২৯ বলে ৫৩। শেষদিকে অভিষেক ম্যাচে প্রিয়ঞ্জন ৪০ করে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। কিন্তু অলউইন রেকর্ডের স্বপ্ন দেখা বিরাটের সামনে এসব কোনো অঙ্কই বাধা হতে পারে নি। আস্কিং রেট চড়তে না দিয়ে তৃতীয় উইকেটে মনীশ পাণ্ডেকে সঙ্গে নিয়ে ১১৯ রান করে ম্যাচকে একপেশে করে দেন বিরাট। যখন তিনি ফিরলেন তখন জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারত। ধোনি আর মনীশ জয়ের রান এনে দেন শেষ ওভারে চার বল বাকি থাকতেই। প্রত্যাশামতোই ম্যান অব দি ম্যাচ কোহলি। সিরিজের সেরাও তিনিই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j3ZDr5

September 06, 2017 at 11:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top