চট্টগ্রাম, ০৭ সেপ্টেম্বর- বল হাতে বাংলাদেশকে টেস্ট সিরিজে একাই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। ঢাকা টেস্টে ৯ উইকেট নেওয়া লায়ন চট্টগ্রামেও নিয়ে এসেছেন একই ফর্ম। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে বোলিং ঘূর্ণিতে নিয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে দশ উইকেট পেয়েছেন লায়ন। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে পেয়েছিলেন ১২ উইকেট। চট্টগ্রাম টেস্টের ১৩ উইকেট ডানহাতি স্পিনারের ক্যারিয়ার সেরা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ২২ উইকেট নিয়ে লায়ন ভেঙেছেন ১৩০ বছরের রেকর্ড। সাকিব আল হাসানের উইকেটটি ছিল তার সিরিজে ১৯তম উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে যা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। ১৮৮৭ সালে জন জেমস ফেরিস দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজ খেলতে নেমেই ১৮ উইকেট নিয়েছিলেন ফেরিস। লায়ন চোখ রাঙানি দিচ্ছিলেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথের রেকর্ডেও। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানরা খেলেছিলেন দুই ম্যাচের টেস্ট সিরিজে। বাঁহাতি স্পিনার হেরাথ দুই ম্যাচে ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। লায়ন যেভাবে বোলিং করছিলেন হেরাথের রেকর্ড ভেঙে যেত, তা বলার অপেক্ষা রাখে না। আর/১৭:১৪/০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vOtiKX
September 07, 2017 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top