বন্দে মাতরম বলার আগে ভেবে নিন, বলছেন মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বরঃ পান খেয়ে ভারতমাতার উপর পিক ফেলবেন আর বন্দে মাতরম বলবেন। তার চেয়ে বন্দে মাতরম বলার আগে ৫০ বার ভেবে নিন তা গাওয়ার অধিকার আপনার আছে কিনা। স্বামী বিবেকানন্দের শিকাগো সম্মেলনের ১২৫ তম বর্ষপূর্তিতে দিল্লির একটি ছাতের সমাবেশে এসে এভাবেই স্বচ্ছ ভারতের স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, আজ সেই ৯-১১। ২০০১ সালের এই দিনটার কথা তো সবাই বলেন। কিন্তু ১৮৯৩ এই দিনটার কথা কি ভাবতে পারেন ? এইদিন ভারতের এক যুবক কয়েকটা শব্দ দিয়ে সারা পৃথিবী জয় করে নিয়েছিলেন। সারা পৃথিবীকে বুঝিয়েছিলেন, ভারতের ঐক্যর মানে কী।

বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, এখানে ঢোকার সময় শুনালাম সবাই বন্দে মাতরম গাইছেন। তা গাওয়ার আগে দেশের প্রতি ভালবাসা সম্পর্কে নিঃসন্দেহ হয়ে নিন। যাঁরা দেশকে পরিচ্ছন্ন রাখার ব্রত নিয়েছেন তাঁদেরই বন্দে মাতরম বলার অধিকার আছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gVw5v3

September 11, 2017 at 01:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top