লাটাগুড়ি, ১১ সেপ্টেম্বরঃ গোরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ির একটি রিসর্টে হানা দিল হাতির দল। সোমবার ভোরের আলো ফোটার কিছু আগে ১০-১২টি হাতির একটি দল হানা দেয় লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায়। সেখানে একটি রিসর্টের সীমানার বেড়া ভেঙে ভিতরে ঢুকে পড়ে দলটি। সম্ভবত লাটাগুড়ির জঙ্গল থেকে বেরিয়েছিল হাতির দলটি। রিসর্টের কর্মী গণেশ অধিকারী জানান, রিসর্টের চত্বরে লাগানো অনের বহুমূল্য গাছ ভেঙে ফেলেছে হাতিরা। রিসর্টের কর্মীরাই পটকা ফাটিয়ে হাতিদের জঙ্গলে ফেরত পাঠায়।
প্রসঙ্গত লাটাগুড়ি ও গোরুমারার জঙ্গল সংলগ্ন এলাকায় হাতিদের যাতায়াতের পথ দখল করে একাধিক রিসর্ট তৈরি হয়েছে বারবার অভিযোগ তুলেছে প্রকৃতিপ্রেমী সংগঠনগুলি। তাদের অভিযোগ, অবৈধভাবে তৈরি হওয়া এই রিসর্টগুলির জন্যই হাতি-মানুষের সংঘাত বাড়ছে।
ছবিঃ হাতিদের ভেঙে দেওয়া রিসর্টের বেড়া।– শুভদীপ শর্মা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gWdWcI
September 11, 2017 at 12:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন