বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : : বিশ্বনাথ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সরকারের বরাদ্দকৃত ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ত্রাণ বঞ্চিত কৃষকরা। গতকাল রোববার উপজেলার খাসজান গ্রামের ৪১জন কৃষক তাদের স্বাক্ষরিত এই স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রদান করেন।
স্মারকলিপিতে কৃষকরা উল্লেখ করেন, তারা বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাসজান গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ৩০ কেজি চাল ও নগদ ৫শত টাকা সহ অন্যান্য সুযোগ-সুবিধা শুধুমাত্র প্রকৃত কৃষকদের দেওয়ার কথা থাকলেও তা থেকে তারা বঞ্চিত রয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান কিরন ও সংরক্ষিত মহিলা সদস্যা হামিদা বেগম প্রকৃত কৃষকদের বঞ্চিত করে তাদের মনোনীত ব্যক্তিদেরকে ইচ্ছে মতো বরাদ্দ বন্টন করেছেন। তাই প্রকৃত কৃষকরা যাতে বরাদ্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে স্মারকলিপিতে অনুরোধ জানান কৃষকরা।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2xV3IR0
September 11, 2017 at 11:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন